এক পথ, এক রানী


বৃহস্পতিবার,১৬/১১/২০১৭
1716

এক পথ, এক রানী !…

আমি ছিলাম…
ছাই রঙা দুয়োরানী শাড়ি,
নগরী চাকা মাড়ানো ফ্যাকাসে জমি ।
এ’পারে ঝুপড়ি, অন্তজ বস্তি….
ও’পারে কনে দেখা আলোয় সস্তা মস্তি ।
কখনও বর্ষায় জলে ডোবা সূর্যোদয়,
কখনও অ্যাসফাল্টে দিনগত ক্ষয় ।
খানাখন্দ ব্যাকুলতা ভরা আঁচলে,
নগরবাউল সুর বাঁধে দোলাচলে ।

আমি হলাম…
জামদানী কাজ সুয়োরানী শাড়ি,
চলতি হাওয়ার চলে….
আমার জমি চেরা বগেনভিলিয়া ।
এ’পারে আবাসন জীবনের গান,
ও’পারে স্যালঁ, ক্যাফের ধোঁয়া ।
তারাফুল ফোটা মসৃণ আঁচলে,
আমি অপ্সরী নিয়ন রাত মেহফিলে ।

নাগরী সময়, সামলে রেখো আমায় ।

……..রক্তকরবী ।।

[ নগর চেতনের আঙিনায়,
এক পথের রূপ বদলের ভাবনায়…]

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট