নিজস্ব সংবাদদাতা: আজ সারা দেশের সঙ্গে এরাজ্যেও মহা সাড়ম্বরে পালিত হচ্ছে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্ম জয়ন্তী। তিনি শিশুদের অত্যন্ত ভালবাসতেন। তাই তাঁর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসাবে পালন করা হয় প্রতি বছর।ভাঙড়ের নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে আজ শিশু দিবস উপলক্ষে আয়োজন করা ছাত্র ছাত্রীদের মধ্যে খিচুড়ি বিতরণ।
ছবিতে তারই কিছু মুহূর্ত। শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষারত্ন আবুল হোসেন মন্ডল বলেন শিশুদেরকে উপযুক্ত পরিবেশ,পরিকাঠামোর মধ্যে গড়ে তোলা গেলে ভবিষ্যতে তারা আমাদেরকে অনেক কিছু উপহার দিতে পারে।