নিজস্ব সংবাদদাতা: সব কিছুকে ভুল প্রমাণিত করে দীর্ঘ দিনের বাম বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। ভোট প্রচারে প্রায় বলতে শোনাযেত এটাতার শেষ ইনিংস এর শেষ বল। তিনি ছক্কা হাঁকাবেন।ছক্কা মেরে তিনি ভোটে জিতে ইতিহাস ও রচনা করেন। আজ ২০১৭ তিনি ছক্কা মারতে পারবেন কি? ফুটবলে কিক করতেই তো তাকে সাহায্য নিতে হচ্ছে অন্যের।