ইসলামী লাইব্রেরী উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ


সোমবার,১৩/১১/২০১৭
813

সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: ভাঙড়ের মাঝেরহাট গ্রামে আজ উদ্বোধন হল পীর আবু বক্কার সিদ্দিক ইসলামী লাইব্রেরীর।লাইব্রেরী উদ্বোধনের পাশাপাশি শীতার্ত মানুষদের মধ্যে বিতরণ করা হয় শীত বস্ত্র। আঞ্জুমানে জমিয়ত উলামা বাংলা মাঝেরহাট শাখা কমিটির পরিচালনায় আজকে অনুষ্ঠান পরিচালিত হয়। মাদ্রাসা ছাত্রদের পাশাপাশি এলাকার লোকজন ও লাইব্রেরী থেকে কেতাব সংগ্রহ করে ইসলামী ঞ্জার্নাজন করতে পারবেন।

আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমানে জমিয়ত উলামা বাংলার সভাপতি আবু কোহাফা সিদ্দিকী ও কার্যনির্বাহী সভাপতি আবু হোরায়রা সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট