বিদ্যালয় পরিছন্নতা কর্মসূচি পালন করা হলো ঝুনকা হাই মাদ্রাসাতে


শুক্রবার,১০/১১/২০১৭
924

নিজস্ব সংবাদদাতা- মুর্শিদাবাদ: রাজ সরকারের ডাকে ৯ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার বিশেষ বিদ্যালয় পরিছন্নতা কর্মসূচি পালন করা হলো । রাজ্য সরকারের আহ্বান সকল প্রাইমারি ও মাধমিক বিদ্যালয় প্রতি ,আমরা চাই জেলার প্রতিটি বিদ্যালয় হবে শিশু কিশোর শিক্ষাথী তথা সবার জন্য নির্মল ও নিরাপদ । এই লক্ষ্যে পৌছাতে বিদ্যালয়ের সার্বিক পরিছন্নতা একটি অতীব গুরুত্বপূর্ন বিষয়। আমরা জানি ,এই কাজটি নিত্যদিনের তনিষ্ঠ চরচার অঙ্গীভূত। বিদ্যালগুলিতে এ কাজ নিয়মিত হয়ে থাকে–এ বিশ্বাস আমাদের আছে। তবুও আমাদের কর্মযজ্ঞের কেন্দ্র বিন্দুতে যেহেতু শিশু -পরিবার ও সমাজের সবচেয়ে সংবেদন শীল অংশ -সেহেতু এদের নিয়ে উৎকন্ঠা সর্বাধিক ।তাই আমরা জেলার সমস্ত বিদ্যালয় বিশেষ বিদ্যালয় পরিচ্ছন্নতা কর্মসূচি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে । সেই মত আজ ঝুনকা হাই মাদ্রাসা তে পালন করা হলো অতি নিষ্ঠার সাথে।

https://youtu.be/k6H494yxla4

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট