ডোমকলের গোবিন্দপুরে গত তিনদিন ধরে চলতে থাকা এস্তেমা আজ শেষ হলো দোয়ার মাধ্যমে


সোমবার,০৬/১১/২০১৭
753

মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল ,ডোমকল : মুসলমান সমাজে জলসা নামক ধর্মসভা হয়ে থাকে ইসলামের বাণী প্রেরণ ও মুসলমানকে সচেতন করার কারনে। তবে যখন বিরাট ধর্ম সভা সংগঠিত হয়ে থাকে তাকে এস্তেমা বলা যাবে থাকে। এই এস্তেমা শুরু হয় ৩ নভেম্বর শেষ ৫ নভেম্বর, স্থান -ডোমকল,গোবিন্দপুর,

উপস্থিত হয় লক্ষাধিক মানুষ, সেখান থেকেই মুসল্লিগণ বেরিয়ে যায় তাদের আমির সাহেবকে সঙ্গে নিয়ে তবলিগ জামাতে, কেউ চার চিল্লা, কেউ তিন চিল্লা, কেউ বা এক চিল্লা, কেউ বা আবার দশদিন, কেউ তিনদিন,জামাত যায় ভারত বর্ষের বিভিন্ন প্রান্তে, যেমন-দিল্লি, কলকাতা, গুজরাট, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে, এছাড়া বাংলার বিভিন্ন জেলা ও অন্চলে তারা ছড়িয়ে পড়ে, কোন জামাতের রুট কোথায় হবে তা এস্তেমা কতৃপক্ষরাই ঠিক করে দেন। এই এস্তেমার মাধমে বহু মানুষ পেরোনা পাবে ইসলাম ধর্ম সম্পর্কে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট