প্রিয়তমেষু


রবিবার,০৫/১১/২০১৭
1221

প্রিয়তমেষু ,…
শিরদাঁড়াহীন সরীসৃপ সমাজের ছোবলে,
গোলাপটা মরে গেছে শেষ বসন্তের লালে !
তোমাকে প্রিয়াহীন করে আমি
মিশে গেলাম ‘অনন্ত ভিখারী’র কোলে !
“বসন্তকাল বাইশ বছর
এসেছিল বনের আঙিনায।
 গন্ধ-বিভোল দক্ষিণবায় দিয়েছিল
 জলস্থলের মর্মদোলায় দোল,
 হেঁকেছিল, ‘খোল রে দুয়ার খোল্ ।'”
তোমার পবিত্র প্রেম,
তোমাদের গলা পচা কানুন,
 পারে নি,না না, মান বাঁচিয়ে
পারে নি, আমার মেধার সারে
নিষ্কলঙ্ক গন্ধরাজ ফোটাতে !!
আর কত পাপ ভাঁজ করে রাখবে
কয়লা-কালো রাতের আলোতে ?!!
পেয়ালা ভর্তি উপচে পড়া ভাষণ,
মনের তলানিতে স্পর্ধাহীন ধর্ষণ !!
প্রতিবাদে মিশে পঞ্চভূতে,
ফিরবো আর এক পৃথিবীতে !!
ঝল্ সে উঠবো,
মহাজাগতিক প্রণয় শক্তিতে,
‘নর’, তুমি নতজানু হবে,
আমাতে, অনন্ত নারীতে !!
                          …….রক্তকরবী ।।
( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট