ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে অান্তর্জা‌তিক মানবা‌ধিকার প‌রিষদ‌ সংস্থার এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ


রবিবার,০৫/১১/২০১৭
681

নিজস্ব সংবাদদাতা-হাবড়া: সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় অজানা জ্বর ও ডেঙ্গু জ্বরের প্রকোপে মৃত্যুর ঢল নেমেছে দিন দিন। ডেঙ্গু জ্বরের আক্রমণে নাজেহাল শিশু থেকে বৃদ্ধরা। দিন দিন বেড়েই চলেছে জ্বরের প্রকোপে। হাসপাতাল থেকে শুরু করে এলাকায় বিভিন্ন স্থানে স্বাস্থ্য শিবিরের ক্যাম্প বসিয়ে চলছে চিকিৎসা। আজ রবিবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত ইছাপুর,নারায়নকটি,বদর,ইদগা সহ জেলার বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ থেকে বাচতে এলাকায় ব্লিচিং পাউডার ও মশা মারার ঔষধ ছড়ানো হয়। এছাড়াও মশার লার্ভা যাতে বাড়িতে আশেপাশে বাঁশা বাঁধতে না পারে সেজন্য এলাকায় মানুষদের সচেতন করা হয়।
এই সচেতন শিবিরের অান্তর্জা‌তিক মানবা‌ধিকার প‌রিষদ‌ সংস্থার উত্তর চব্বিশ পরগনা জেলার পরিচালক মারুফ হোসেন, সহকারী পরিচালক মাসুদুর রহমান , সংস্থার সকল সদস্যদের সঙ্গে এলাকায় মানুষেরা ব্লিচিং পাউডার ছড়িয়ে ও বাড়ি বাড়ি গিয়ে সচেতন করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট