আমার বোন পথে পথে ঘুরে
মুন্সি দরুদ
শিশু বয়সে পাতা কুড়ানি মাকে হারিয়েছি
মা আমাকে কত ভালোবাসতো ।
পাতা কুড়িয়ে এনে মা রান্না করতো
চিনি পানি ঘুলে হরলিক্স বলে খাওয়াতো
মা আমাকে কত ভালোবাসতো ।
এখন মা নাই একটি মাত্র বোন
আমার বোন কাগজ কুড়িয়ে বিক্রি করে
আমার বোনের কষ্টে হৃদয় পুড়ে
আমার বোন পথে পথে ঘুরে ।
বোনের পথে পথে ঘুরে পায়ে ব্যথা করে
আমি পা টিপে ব্যথা দিই দূর করে
আমার বোন পথে পথে ঘুরে ।
এক বেলা ভাত খাই, এক বেলা পাই না
আমাদের দুই ভাই বোনের ব্যথা কেউ বুঝে না ।
আমাদের মুখে ভাষা আছে তা কেউ খুঁজে না
চিন্তায় আমার বোনের মাথায় পড়েছে হাত
আমার মতো ছোট্ট ভাইটি বোনের কোলে
মাথা রেখে ঘুমিয়ে কাটাই রাত
সকালবেলা উঠে বোন ভিক্ষা করে
আমার বোন পথে পথে ঘুরে ।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )