রাজারহাট শিখরপুর সুকান্ত সংস্কৃতি সং‌ঘের ডেঙ্গু সচেতন কর্মসূচি


রবিবার,০৫/১১/২০১৭
754

রাজারহাট শিখরপুর সুকান্ত সংস্কৃতি সংঘ এদিন ডেঙ্গু সচেতন কর্মসূচি পালন করলেন। সংঘের প্রায় ১০০ জনের অধিক সদস্য সকাল সকাল গ্লাভাস মার্স্ক পরে সংঘের সামনে উপস্থিত হন। তারপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ব্লিচিং পাউডার, স্প্রে করবার জন্য ময়দানে নেমে পরেন। তরুণ বিগ্রেড এর পাশাপাশি সমানে কাজে যোগ দেন যুবা ও বয়স্করাও ।বাড়িতে বাড়িতে জমা জল পরিষ্কার, ব্লিচিং ছড়ানো এবং স্প্রে করে মশা আতঙ্ক দূর করাই ছিলো সংঘের মূল উদ্দেশ্য। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগীতায় এদিনের এই কর্মসূচী বলে জানান সংঘের সম্পাদক সুধীর রায় মহাশয়। পাশাপাশি তিনি আর জানান আমরা সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে থাকি। সারা রাজ্য জুড়ে ডেঙ্গু আতঙ্ক সাধারণ মানুষ কে আতঙ্কিত করেছে তাই আমরা এমন কর্মসূচী নিয়েছি।

ডেঙ্গু আতঙ্ক থেকে সাধারণ মানুষ কে মুক্ত করাই আমাদের লক্ষ্য। সংঘের আর এক সদস্য দেবাশীষ বাবু বলেন আজ আমরা প্রায় ৩০ টি গ্রামে ব্লিচিং পাউডার ছড়িয়েছি। আমাদের এই কর্মযজ্ঞে সাধারণ মানুষ, পঞ্চায়েত এবং সংঘের সকল সদস্য যেভাবে সহযোগীতা করেছে তাতে আমরা আপ্লুত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট