বেকারত্ব
মোহাঃ সাবির আহমেদ
অনুভবে এখন তীব্র বেকারত্ব জ্বালা,
হয়ে আছে সর্বক্ষন দীব্য গলমালা।
যদিও আছে ট্যালেন্ট, আছে ডিগ্রি
বর্তমান নেতাগন করছে চাকরি বিক্রি।
কলিযুগি সমাজ দেয়না কোনো সত্ব,
চারিদিকে আজ শুধু বেকারত্ব আর বেকারত্ব।
বেকারের আগুন খোঁজে তীব্র হীমশ্বাস,
বিছানায় পড়ে শুধু করে হা হুতাস।
মনকে বোঝায় বেকার,বেকারকে বোঝায় মন
কেন বৃথা চিন্তা মগ্ন, কেন সর্বক্ষণ।
ডিগ্রি যত আছে করেছি ফাইলবন্দী,
কারন তারা তো তারই নিত্যসঙ্গী।
বেকারের নিটোল আগুনে মন পুড়ে পুড়ে,
মরছে বেকার তার ব্রেনী মাথাখুঁড়ে।
বাংলার জল-বাতাস করে হাহুতাস
সর্বদা শোনে কলধ্বনি বেকার.. বেকার..বেকার..
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )