কিং খান


বৃহস্পতিবার,০২/১১/২০১৭
1034

কিং খান
মোহাঃ সাবির আহমেদ

বলিউডের কিং তুমি এ বিশ্ব ভূবনে,
ঞ্জাত আছে প্রতি জন আর সবই ‘রামজানে’।।
তোমারই ‘চাহাত’ এ কাটে বারমাস,
দেখা না পেয়ে হয়ে ওঠি ‘দেবদাস’।।
আমায় সকলে বলে ‘দিল তো পাগল হ্যায়’,
তুমি বল নেহি দিল মে ‘কুছ্ কুছ্ হোতা হ্যায়’।
তোমারই ‘মোহাব্বতে’ আজ ‘জামানা দিবানা’,
সিনেমার অর্ডারে বল তুমি ‘কভি হা কভি না’।।
তোমার ‘জোশ’ এ চমকায় বলিউড শাহেনশা,
কারন স্বদেশে তুমিই বর্তমান ‘বাদশা’।।
আমার আকন্ঠ প্রেম থাকে সাথি হারা,
তোমার আকন্ঠ প্রেম রয় হয়ে ‘ভির-জারা’।।
তোমার বিরাজ থাকে ‘যাব তাক হ্যায় জান’,
কারন তুমিই তো বল “মাই নেম ইজ খান”।।
‘বাজিগর’ হয়ে তুমি ছিনাও সবার মন,
তোমারই ‘ডর’ এ তে কাঁপে ‘কি..কি..কি..কিরন’।।
তোমার স্মরনে ভাবি হয়ে ‘দিবানা’,
বাড়িয়ে দাও হাতখানি বলে ‘মে হু না’।।
এমন ‘চমৎকার’ কিং ফির না আয়েঙ্গে,
কিউকি ‘দিলওয়ালে দুলহানিয়া লেহি যায়েঙ্গে’।।

২ নভেম্বর বলিউড কিং শাহরুখ খানের জন্মদিন, তথাকথিত আমি একজন তাঁর বড়ো মাপের ফ্যান, তার জন্যই আমার এই কবিতা লেখা,

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট