পথ চলা !…


সোমবার,৩০/১০/২০১৭
828

পথ চলা !…

উপবৃত্তের ছায়াপথে
মন চলে সময়ের কার্নিভালে !
তুমি আমি ‘সে ও সখা’
সহযাত্রী একই রথে….
পাতা-ভাসা নদী গড়িয়ে যায়
অসহজ সিঁড়ির স্পাইরালে !

মুহূর্ত নেই কোনও…
কিছু পড়ে নেই জনপদে,
আলো লুটে গেছে কালো চাঁদে !
ব্যথা-চোঁয়া ঘরের আটচালে
পোষাক বদলায় জিপসি রোদ,
রাত-শহরে উপচে পড়ে চাঁদির দরদ !

তলিয়ে না তলিয়ে তরীখানা
জেগে থাকে ভরা আষাঢ়ে
কীর্তিনাশার পারে !…
বাইরে নয়, বাইরে নয়,
ভেতরে আগুন জ্বেলে,
এভাবেই জীবনটা চলে,
এভাবেই জীবনটা বলে !

……..রক্তকরবী ।।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট