জগদ্ধাত্রী পুঁজো
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
সত্বগুনের দেবী জগদ্ধাত্রী তুমি
হিন্দু শক্তির দেবী
দেবী দুর্গার অপর রূপ।
উপনিষদে উমা হৈমবতী
ভিন্ন তন্ত্র,পুরানে উল্লেখিত।
তোমার আরাধনা বঙ্গ দেশে প্ৰচলিত।
চন্দননগর কৃষ্ণনগরে তোমার পুঁজো জগৎবিখ্যাত।
কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে
তোমার পুঁজো অনুষ্ঠিত।
হিন্দু বাঙালির ধর্মীয় মানসে তোমার স্থান
রাজসিকদেবী দুর্গা তামসিক দেবী কালীর
পরেই তোমার স্থান।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )