জাঁকজমক ভাবে জগদ্ধাত্রী পুঁজো পালন বেলডাঙ্গা আশ্রমের মন্দিরে


রবিবার,২৯/১০/২০১৭
620

মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল – মুর্শিদাবাদ: জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী। ইনি দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে এঁর নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও এঁর উল্লেখ পাওয়া যায়। যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত। আবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর ও নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসব জগদ্বিখ্যাত। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু বাঙালির ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর। এই জগদ্ধাত্রী পুঁজো বেলডাঙ্গা আশ্রমের মন্দিরে জাঁকজমক ভাবে পালিত হচ্ছে ।সঙ্গে হাজার হাজার মানুষদের খেচুরি খেতে দেওয়া হচ্ছে যা দেখে বেশ আনন্দ জাগরণ হচ্ছে মানব মনে ।আর এই পুঁজো কে উপলক্ষ করে বাজার ও বসেছে আশ্রমের আসে পাশে । সেখানে কচি কাঁচাদের বেশ ভিড় দেখাদিচ্ছে। এই পুঁজো ২৫ থেকে ২৬ বছর ধরে পালিত হচ্ছে জাঁকজমক ভাবে জানা গেলো পুঁজোর এক সেচ্ছা সেবকের নিকটে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট