তিনদিনের বৃষ্টিতে চাষী এখন সর্বশান্ত


বৃহস্পতিবার,২৬/১০/২০১৭
672

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল-মুর্শিদাবাদ : ধান থেকে পাওয়া যায় চাল আর তা থেকে ভাত আর ভাত বাঙালির প্রিয় খাদ্য। ধান উৎপন্ন ভালো হয় বর্ধমান জেলায় তবে চারিদিকে যখন বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে বন্যার প্রকফ দেখা দিয়েছিলো তখন ভাবতা গ্রামের চাষী ভাই দের মুখে হাসি ছিলো কারণ ভাবতা গ্রামে বন্যার জল বিন্দু মাত্র আসেনি আমন ধানের জমিতে তাই সুন্দর আমন ধানে মাঠ ভরে উঠেছিলো কিন্তু এই কালী পূজার সময় টানা তিনদিন ধরে অবিরাম বৃষ্টির কারণে ফলানো ধানে কে যেনো মই দিয়ে গিয়েছে মনে হচ্ছে কারণ সুন্দর ধানের জমিতে ধান আর খাড়া হয়ে দাঁড়িয়ে নেয় যেন ঘুমিয়ে পড়েছে মাঠের জমিতে যেমন মানুষ ঘুমিয়ে পড়ে রাত্রি তে বিছানাতে । তাই চাষী ভাইদের মনের খুশি যেনো হারিয়ে গেলো কারণ যে মহূর্তে ধান কেটে চাষী ভাই ফসল ঘরে নিয়ে আনবে সেই মহূর্তে ধানের জমির ধান মাটিতে লুটিয়ে পড়েছে । যেমন কোনো খেলোয়াড় পুরো রান সম্পূর্ন করে ফিনিসিং পয়েন্টে লুটিয়ে পড়ল তা দেখে যেমন দর্শক হতাশা প্রকাশ করে সেই রূপ এখন চাষী ভাই সকল হতাশ হয়ে পড়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট