রাত্রির অপরূপ সুন্দর পরিবেশ তৈরি করেছে শব্দ নগর কালীপূজা মন্ডপ


রবিবার,২২/১০/২০১৭
687

 

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল -মুর্শিদাবাদ :এতদিন দেখছিলাম আমরা রকমারী পুজো মন্ডপ ।সেগুলি ছিলো দুগাপূজার পূজা মন্ডপ সেজেছিলো রকমারী সাজে ।বাঙালির ঘরে ঘরে আনন্দের বাতাবরণ তৈরি হয়েছিলো । ছেলে বৃদ্ধ সকলে নেচেছিলো নিজ নিজ তালে তালে তবে পরে পরে শুরু হলো কালি পুজো তবে মন্ডপ তেমন দেখা মিলেনা ওই দুর্গা পুজোর মত ।তবে শব্দ নগর কালীপূজা মন্ডপ এই বর্ষা মুখরিত দিনে সুন্দর পরিবেশ তৈরি করেছে তার আকর্ষনে লোকেদের আনাগোনা শুরু চারিদিকে ।এই পূজাই যেমন আলো দেখা যায় রঙবে রঙের তেমনি শব্দ বাজি চারিদিকে । যেমন আনন্দের দিন তেমনি অন্ধকার রাতের শিহরন জাগানো রাত্রি । বাড়ি হতে ছেলে মেয়েদের বার হতে নিষেধ করে থাকে গ্রাম গঞ্জে কারণ এই পুজোয় বিভিন্ন তান্ত্রিক গনেরা তন্ত্র সাধনা করে থাকে।তাই রাতের অন্ধকারে শিহরন জাগিয়ে তুলে শরীরে আর মনে জেগে উঠে ভয়ের উদয় ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট