প্লাস্টিক মুক্ত রাজারহাট গড়তে বিশেষ উদ্যোগ ব্লক প্রশাসনের


শনিবার,২১/১০/২০১৭
1090

সাদ্দাম হোসেন মিদ্দে, রাজারহাট : প্লাস্টিক মুক্ত রাজারহাট গড়ার বিশেষ উদ্যোগ রাজারহাট পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের।পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারন হল অতিমাত্রায় প্লাস্টিকের ব্যাবহার।বিশেষ করে মৃত্তিকা দূষণের জন্য দায়ী প্লাস্টিকের ক্যারিব্যাগ।তাই প্লাস্টিকের পরিবর্তে পাট দিয়ে তৈরি ক্যারিব্যাগ ব্যাবহার করতে উৎসাহ দিচ্ছে রাজারহাট ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। তারই অংশ হিসাবে সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ দত্ত ব্লকের নাগরিকদের হাতে পাটের থলে তুলে দেন।

সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন পাটের থলের ব্যাবহার একদিকে যেমন পরিবেশ কে দূষণমুক্ত করতে সাহায্য করবে।অন্যদিকে সোনালী আঁশ হিসাবে খ্যাত পাটের চাহিদা বাড়বে। ফলে বাংলা ফিরে পাবে তার হৃত গৌরব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর সহ সকল কর্মাধ্যক্ষ ওপ্রশাসনিক আধিকারিকগণ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট