খাদ !…
একটা পড়ন্ত বিকেলে
বিলি কেটে মনের কঙ্কালে,
ট্রেনটা চলেছে টাইম ট্রাভেলে !
যাত্রী আমি, মজেছি প্রত্নতত্ত্বে…
খুঁজে, খুঁড়ে, হারিয়ে, ফিরে
পেয়েছি একটা খাদ,
চোখের নোনা জলে ভেজা
এক বুক বিষাদ !….
আশালতা জড়িয়ে চেতনার আরোহে,
নিরাশার পাতা ঝরে খাদের অবরোহে !
সুখের আলো জ্বেলে পাহাড়ের সানুতে,
স্বস্তির শ্বাস ফেলে পাথরের অণুতে,
ব্যথা-গলা বিষ চুঁয়ে পড়ে খাদে…
সঞ্জীবনী সুর বাজে কোমল নিষাদে !
হে মহাকাল !
তুমি কি জানো,
তুমি কি মানো ?
মনের আনত তলে
পাহাড়ের পাদমূলে,
খাদটাই সত্যি, খাদটাই
বেঁচে থাকার কথা বলে ?!
……রক্তকরবী ।।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )