আলো !…
পূ’ব জানলায় কনকচাঁপা চুঁয়ে
একফালি অভিমানী রোদ
মুখ লুকোয় মেঘের বুকে…
একফালি বেপরোয়া রোদ
নগ্ন করে পোড়ায় আমাকে !
রেকাবি উপচানো আলোকণা,
চোরাবালি খুঁড়ে তুলে আনে
একমুঠো সুখ, একমুঠো যাতনা !
আমার সংযমী চামড়া চিরে
আগুন জ্বেলে অতসীকাঁচ মনে
উলঙ্গ করে গোপন বাসনা !
সাগর উথালী আলো তরঙ্গ
মুখোশ খুলে আলেয়ার…
ক্লান্ত মুখে আঁকে উজ্জ্বল দিন !
সৃষ্টি ঢেলে নাভিমূলে
আমি জাগি অন্তর্লীন!
প্রাণ নিঙাড়ি এ আলো…
কী আবেশে আমায় জাগালো ?!
……..রক্তকরবী ।।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )