শক্তিময়ী তোমাকে !…


রবিবার,১৫/১০/২০১৭
922

শক্তিময়ী তোমাকে !…

তুমি আরাধ্যা কালের কল্পে
তুমি গতি, সময়ের ছন্দে
অপরিবর্তন আশ্বাসে !
অবিনাশী শক্তি-আধারে
তুমি অনাবৃতা কায়া,
অদৃশ্য শক্তি-আঁধারে
তুমি দিঠিনতা মায়া !
তুমি বিনাশী, দশমহারূপে
তুমি সৃষ্টি, কাম মোক্ষ কল্পে !
সর্ব মঙ্গলা চেতনে
আলো জ্বেলে মনে,
আশা জ্বালো অমায়
কর্মময় কাল সাধনায় !

জাগো নারীতে অনাদি অহংকারে,
জাগো শৃঙ্গারে করাল সুন্দরে !….

“যা দেবী সর্বভূতেষু চেতনেত্যভিধীয়তে
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ “…

……..রক্তকরবী ।।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট