বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ: সামাজিক কাজে গুরুত্বপূর্ন অবদান ও স্বেচ্ছাসেবীদের দিকনির্দেশক হিসেবে আলোচিত, বাংলাদেশের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ তরুন মেয়র। সামাজিক সমস্যা,প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ও সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা শরনার্থীদের সহযোগীতায় অভূতপূর্ব ভূমিকা রাখেন। ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটির ১ম বর্ষ পূর্তী উপলক্ষে দেশের ৩৪ টি জেলার ৪ শতাধিক স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে এ তরুন মেয়র ইকরামুল হক টিটুকে লাইট হাউজ অব হিউমিনিটি সম্মান জানায় এইচ.পি.পি বি বাংলাদেশ ও বিবিএস ময়মনসিংহ। দেশের তরুন স্বেচ্ছাসেবকেরা এ ডায়ানামিক মেয়রকে শ্রেষ্ঠ তারুন্যের দিকপাল হিসেবে অবিহিত কর। বস্তুত জনপ্রিয় এ মেয়র ময়মনসিংহ সিটির দ্রুত অবকাঠামো উন্নয়নে সর্বমহলে প্রশংসিত ও আলোচিত হয়েছেন।
লাইট হাউজ অব হিউমিনিটি সম্মাননায় ভূষিত তরুন মেয়র ইকরামুল হক টিটু
রবিবার,১৫/১০/২০১৭
1375