পৃথিবী দর্পন


শুক্রবার,১৩/১০/২০১৭
963

পৃথিবী দর্পন

পৃথিবীকে দেখ যদি আয়নার মত করে
দেখিবে হেথায় সকল মানুষের ছবি
তোমার ছবির মত করে।
স্বার্থের বেড়া জালে জড়িয়ে সকলে
নিজ স্বার্থ দেখে অপরকে নিচে ফেলে।
সিঁড়ি বানিয়ে উপরে ওঠার চেষ্টায় রত
তবে পদে পদে বাধার সম্মুখীন হয়ে পড়ে।
যারে নিচে ফেলে সেও চেষ্টায় রত
কেমনে ফেলিবে তারে নিচে।
অবিরাম সংঘর্ষে দুই জনে পড়ে নিচে
কাঁকড়া বিছের মত করে।
তবে সৎ ভাবনার লোক উপরে উঠে বসে
তার অসীম স্বার্থ ত্যাগের কারনে।
প্রতিপক্ষ ও ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়
তার অসীম ভালো ব্যবহার দেখে দেখে।
তুমিও দেখ যদি হৃদয় দিয়ে
দেখবে ছবিগুলি পৃথিবীর মাঝে।
পৃথিবী দর্পনের আর এক রূপ।

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট