ডেঙ্গু সম্পর্কে কয়েকটি প্রয়োজনীয় তথ্য

সমগ্র প‌শ্চিমবঙ্গ ব্যা‌পি ডেঙ্গু তার থাবা ব‌সি‌য়ে‌ছে , স‌চেতনতাই পা‌রে অাপনার জীবন রক্ষা কর‌তে , নি‌জে স‌চেতন হন ও অন্য‌কেও স‌চেতন করুন । ডেঙ্গু সম্পর্কে কয়েকটি প্রয়োজনীয় তথ্য –

১. ডেঙ্গু কি ?

এক ধরনের ভাইরাল জ্বর ।
২. কিভাবে বুঝবো ডেঙ্গু হয়েছে ?
ডেঙ্গুর ক্ষেত্রে নিম্নোক্ত উপসর্গগুলি দেখা যায়
ক) ২-৩ দিনের জ্বর ।
খ) মাথাব্যথা ।
গ) শরীর দুর্বল মনে হওয়া ।
ঘ) গায়ে হাত পায়ে এবং গাঁটে ব্যথা ।
৩। উপরোক্ত উপসর্গ থাকলেই কি সেটা ডেঙ্গু ?
না । তবে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশী । তাই অবশ্যই রক্ত পরীক্ষা করাতে হবে । রক্ত পরীক্ষার রিপোর্ট ডাক্তারকে দেখান ।
৪. কি কি রক্ত পরীক্ষা করাতে হবে ?
A) Complete Blood Count .
B) Dengue NS1 Antigen .
৫. জ্বর শুরু হওয়ার কতদিনের মধ্যে রক্ত পরীক্ষা করতে হবে ?
জ্বর শুরু হওয়ার ৫ দিনের মধ্যে Dengue NS1 টেস্ট করাতে হবে । ৫ দিন পেরিয়ে গেলে , Dengue IGM ( Elisa Method) টেস্ট করাতে হবে ।
৬. রিপোর্ট আসা আর ডাক্তারের কাছে যাওয়ার মাঝখানের সময় কি করনীয় ?
ক) নিয়মিত ORS জল খান ।
খ) জ্বর হলে Paracitamol(ক্রোসিন,ক্যাল্পল জাতীয় জ্বর কমানোর ওষুধ) খান ।

৭. জ্বরের সময় কি কি খেয়াল রাখতে হবে ?
জ্বরের সময় নিম্নলিখিত উপসর্গগুলির একটিও দেখা দিলে , আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে ।
ক)বমি বমি ভাব
খ)পস্রাবের পরিমাণ কমে যাওয়া
গ) পেটে ব্যথা
ঘ)মাথা ঘোরা ভাব
ঙ) শরীরের কোথাও লাল রক্তের দানা দানা কিছু বেরনো
চ) চোখ হলুদ হওয়া
ছ) হঠাৎ করে পায়ের গোড়ালি , চোখের পাতা ফুলে যাওয়া
৮। Aspirin জাতীয় ওষুধ জ্বরের সময় খাবেন না ।
৯. বাচ্চাদের ডেঙ্গু হলে , কি কি করনীয় ?
বড়দের মতোই বাচ্চাদের ক্ষেত্রেও পূর্ব বর্ণিত উপসর্গগুলি (বিশেষ করে ৭ নম্বর) খেয়াল রাখবেন । সবচেয়ে গুরুত্বপূর্ণ বাচ্চাদের প্রস্রাবের পরিমাণ নজরে রাখা । ডেঙ্গু হওয়া কোন শিশু যদি দিনে ৩ বারের কম প্রস্রাব করে তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে । এছাড়া বড়দের মতোই বাচ্চাদেরও ORS জল খাওয়াতে হবে ।
বাচ্চাদের ক্ষেত্রে Paracitamol এর ডোস গুরুত্বপূর্ণ । বাচ্চার আনুমানিক ওজন জেনে নিন । 15 mg/KG Paracitamol বাচ্চাদের দেওয়া হয় । অর্থাৎ আপনার শিশুর ওজন ১০ কিলো হলে , তাকে ১৫x১০=১৫০miligram(mg) Paracitamol দিতে হবে । Paracitamol ট্যাবলেট বাচ্চাদের দিতে পারবেন না ,কারণ ট্যাবলেট ৫০০/৬০০ mg-র হয় । বাচ্চাদেরকে Paracitamol Syrup (যেমন ক্রোসিন সিরাপ্‌) দিতে হবে । প্রতি ৬মিলিলিটার Paracitamol Syrup-এ ১২৫/২৫০mg ওষুধ থাকে । অতএব পরিমাণ বুঝে খাওয়ান ।
জ্বর ১০১ না ছাড়ালে Paracitamol Syrup দেবেন না । মাথায় জলপট্টি দিন । একবার Paracitamol খাওয়ানোর ৬ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার শিশুকে Paracitamol দেবেন না ।
১০. ডেঙ্গু হলেই কি রক্ত লাগবে ?
না । ডেঙ্গুতে প্লেট্‌লেট্‌ কমে ,কিন্তু তার জন্য নিয়মিত প্লেট্‌লেট্‌ জোগানের প্রয়োজন নেই ।
যদি প্লেটলেট ১০,০০০-এর নীচে নেমে যায় , বা যদি শরীরের কোন অংশ থেকে রক্তক্ষরণ হয় (যেমন মাড়ি, পায়খানার দ্বার, ত্বকের উপরের র‍্যাশ বা রক্ত বমি/কাশি) – তবেই প্লেট্‌লেট্‌ দেওয়া হয় ।
রাতে ঘুমানোর সময় মশারী ব্যবহার করুণ । আশে পাশে কোথাও জল জমতে দেবেন না । বাড়ির আশেপাশের জলা জঙ্গল পরিষ্কার রাখুন।
নিজেদের সুস্থ রাখার ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করতে হবে । ভালো থাকুন, সুস্থ থাকুন । ‌পোষ্ট‌টি শেয়ার ক‌রে সর্বসাধারন‌কে ডে‌ঙ্গি সম্প‌র্কে অব‌হিত করুন ।

admin

Share
Published by
admin

Recent Posts

এ কে সরকার শাওনের কবিতা – “প্রমি-শান্ত’র পথচলা”

বাবা-মা'র স্বপ্ন, স্বজনের রত্ন,স্বর্গীয় অনন্য উপহার!ভাইয়ের আদরের বোনের স্নেহেরপ্রমি সবার অহংকার! ক'দিন আগের ফুটফুটে শিশুআজ…

2 days ago

বেপরোয়া গতির বলি, দায় কার?

প্রতিদিনের ব্যস্ত জীবনে শহরজুড়ে যে শব্দটা প্রায়ই আমাদের কানে বাজে, তা হলো “দুর্ঘটনা”। চারপাশে যখনই…

4 days ago

বাচ্চাদের ডাব খাওয়া – সুস্বাদু ও স্বাস্থ্যকর অভ্যাস

বাচ্চাদের ডাব খাওয়া: স্বাস্থ্য ও সতেজতার প্রাকৃতিক উপায় বাংলার গ্রীষ্ম মানেই রোদের তেজ, ঘাম আর…

5 days ago

রিঙ্কু সিং: মাঠের কোণ থেকে তারকার যাত্রা

২০১৮ সালে কেকেআর দলে যখন রিঙ্কু সিং যোগ দিলেন, তাঁর জন্য ৮০ লক্ষ টাকা খরচ…

1 week ago

তাৎক্ষণিক আবহাওয়ার পূর্বাভাস

পশ্চিম বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি আসন্ন 📍 কলকাতা, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত।…

4 weeks ago

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী

আজ, ১২ জানুয়ারি ২০২৫, আমরা উদযাপন করছি স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটি কেবল তাঁর…

3 months ago