বাংলা
স্নিগ্ধ সুন্দর মনোরম হাওয়া
পাওয়া যায় এই বাংলায়
মন ভরা এই হাওয়ার সুর
না শুনলে মন কামড়ায়!
সূয’ ওঠার আলোর সাথে
যদি দাঁড়িয়ে থাকো নদীর ধারে
বাংলার এই সুন্দর রূপ তুমি
ভুলিতে পারবে কি মরণের পরে?
শ্রাবনের খুশির ধারা যখন
পতিত হয় আমার এই বাংলায়
কেউ কি বলতে পারো সেই রূপ
কে না দেখে মুখ লুকাতে চায়!
বুক ভরা ওই ফসলের আলো
যখন চারিদিকে ছিটকায়
মনে হয় পৃথিবীর সমস্ত সুখ
ঢলে পড়েছে আমাদের বাংলায়!
মোঃ নাসিম হায়দার
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )