প্রতিবাদ


বুধবার,১১/১০/২০১৭
1179

প্রতিবাদ
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

দেশে দেশে অত্যাচারিত
দরিদ্র অসহায়।
আঘাতে অশ্রু রক্ত ঝরে পড়ে তাদের
ধরনীর কোলে।
ধরনী দুঃখে কেঁপে ওঠে
কখনো ভূমিকম্পের মত করে।
নিয়তির মারে অসহায় দরিদ্র
ভেবে না পায় উপায়ের পথ।
চেপে রাখে জ্বালাময় অগ্নিরূপে
মনের ঐ ছোট্ট ঘরে
সুপ্ত আগ্নেয় গিরির মত করে।
কখনো প্রতিবাদে আওয়াজ করে
মিছিলের ভিড়ে।
অত্যাচারি ভয়ে ভীত হয়ে
খুঁজে সমাধানের পথ।
তবে কে জানে মনের ঐ সুপ্ত আগ্নেয়গিরি
কখন বিকট আওয়াজে দাবানল
অগ্নিউৎপাত সহ ভুমিকম্পনকে সাথে নিয়ে
প্রতিবাদী রূপ নিবে মিছিলের ভিড়ে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট