ছেলেবেলা


বুধবার,১১/১০/২০১৭
2507

ছেলেবেলা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

আনন্দের দিনগুলি
হারিয়ে গেলো বয়স বাড়ার সাথে সাথে ।
কত খেলার সাথী কত পড়ার সাথী
কত ঘুড়ি ওড়ানোর সাথী।
কত হাসি কান্নায় মজে ছিলো জীবন
ছিলোনা কোনো ভেদাভেদ ছেলে মেয়ের।
গুটি খেলা কাবাডি খেলা
আরও কত খেলা ।
ধুলো মেখে খেলিতাম মোরা বকুল গাছের তলে।
আজও মনে পড়ে পুকুর ,ডোবার কথা
জল ছিটিয়ে ঝাঁপ দিয়ে পড়িতাম মোরা ।
হারিয়ে গেলো সে দিন গুলো
বয়স বাড়ার সাথে সাথে ।
তবে মনে পড়ে রেশমা পুটি মুন্নি
মাসুম হাবিব আর সকলের কথা
ছেলে মেয়ের বাবা হয়েছে
সেই হাসি সেই আনন্দ আর নেই তাদের মুখে।
তবে মনে পড়ে তাদের
খেলার সাথী ছিলো মোদের
ছেলেবেলায়।
আনন্দের দিন ছিলো খুশির দিন ছিলো
হারিয়ে ফেলে এসেছি এখন
ঐ বকুল গাছের তলে।
তবে আজও মনে পড়ে
ছেলেবেলার দিনগুলো।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট