অমর ভালোবাসা


বুধবার,১১/১০/২০১৭
1262

অমর ভালোবাসা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

হৃদয় হৃদয়ের টানে আসে নিকটে
চোখের ইশারাতে
মনের অন্তরের ভাষা জানার আগ্রহে
মনের অবুঝ বাসনা চেয়ে থাকে
কল্পনার জগতে।
ভেবে ভেবে সন্ধ্যা হলো
দিন গেলো চাতক হয়ে চেয়ে
ভালোবাসায় সুখ আছে
এটা ভেবে ভেবে।
মধুর ভালোবাসা মনের কোনে
জমা আশা
বুঝিয়ে দিতে চাই
একটু ছোয়া পেয়ে।
দিন যায় রাত যায়
সময় যায় খড় কুটির মত ভেসে ভেসে
রয়ে যায় ভালোবাসা মনের মাঝে।
ভালোবাসায় বাঁধে সুখের ঘর
ভালোবাসা করে আপন
করে সব পর।
মরে যায় মানব সহ সকলকিছু
দুনিয়া হতে
তবে রয়ে যায় তাদের ভালোবাসা
সবার মাঝে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট