প্রথম প্রেম


বুধবার,১১/১০/২০১৭
839

 

প্রথম প্রেম

মোঃ নাসিম হায়দার

কোথায় থেকে এলে তুমি
ঠিক ঝড়ের মতো ধেয়ে
উড়িয়ে নিয়ে গেলে সব
হ্রদয় ভেঙে চুরে!

ভোরের আলোর মতো তুমি
বিধলে হ্রদয় জুড়ে
চাদের মত মুখটি তোমার
মনে পড়ে ঘুরে ফিরে!

এমন ভাবে জড়ালে তুমি
যেন প্রথম বৃষ্টির সুখ
শত দুঃখ ঘুচে যায় মোর
দেখলে তোমার মুখ!

কোথায় ছিলে এত দিন
হয়নি কেন দেখা
হ্রদয় মাঝে মুছে গেল
জড়িয়ে থাকা ব্যাথা!

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট