তাল গাছ মূল্যহীন হয়ে পড়ছে শহর থেকে গ্রাম গঞ্জে


শনিবার,২৩/০৯/২০১৭
3445

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল -মুর্শিদাবাদ : তাল গাছ গুলি ধীরে ধীরে মূল্যহীন হয়ে পড়ছে মানুষের কাছে তার সুন্দর দৃষ্টান্ত এই বহু দিন থেকে শুনা যায় আর সেই সঙ্গে দেখা যায় বহু পুরনো বাড়ি ছাদ তৈরিতে তাল গাছের ব্যাবহার দেখা যায় । যে গুলিকে বলা হয় তির বার্গার ছাদ। সঙ্গে তালের শাস ও খেতে দেখা যেতো গ্রাম গঞ্জে থেকে শহরে ।আবার জেলেরা সাধারণত ডোঙা বানাতো জলের স্থানে নৌকার পরিবর্তে ব্যাবহার করতো ।তাই তাল গাছের মূল্য ও ছিলো অনেক উপরের মানুষের কাছে ।তাই সাধারণ মানুষ তাদের জমির পাশে জলা জায়গার পাশে তাল গাছ লাগিয়ে রাখতো ।

বর্তমানে মাঝিরা টিনের ডোঙা তৈরি করছে তাই তাল গাছের গুরত্ব কমেছে তাদের কাছে। আর বাড়ি গুলি এখন কংক্রিটের ডালায় দ্বারা নির্মাণ হতে শুরু করেছে শহর থেকে গ্রামে গ্রামে তাই আর অতি সাধারণ মানুষ ও আর তির বার্গার ঘর তৈরি করতে রাজি নয় ।আধুনিকতার ছোয়া লেগেছে প্রত্যেকের শরীরে ,মনে তাই আর তাল গাছের ব্যাবহার কমে যাচ্ছে । আর এই গাছটি বিক্রিও কমে গেছে । এখন দাম অতি অল্প টাকা ।কেবল দেখি জন্মাষ্টমী উপলক্ষে তৈরি বড়ার জন্য তার কিছুটা মান রয়েছে মানুষের মনে।যেহেতু হিন্দু ধর্মের মানুষের কাছে কৃষ্ণ অতি প্রিয় দেবতা আর তার জন্য এই অনুষ্ঠান। মনে হচ্ছে কৃষ্ণের কৃপায় তাল গাছের সন্মান টি রয়েছে এখনো ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট