জবানবন্দী !…
আজ আমার গোপন গুহায়
খুলে রেখেছি সুখগন্ধী ছদ্মবেশ !
পূ’ব আকাশের আলো তর্পণে
বলি মানবী মনে…
ইচ্ছেভ্রূণ হত্যা করে জঠরে,
আমি ভালো আছি মা
এ’ পরস্মৈপদী জীবনে !
উদাসী জানলার পাশে
আত্মহত্যার বিবরণী লিখে
শ্বাসরোধী ডার্করুমে…
আমি ভালো আছি মা
এ’ নিষ্ঠুরতম যাপনে !
রম্য কুসুম কষাঘাতে
ঘুম ভাঙা ভোরে,
নীল সমুদ্র ভারে….
আমি ভালো আছি মা
আত্মকথনে বিদেহী মনে !
পূ’ব আকাশের আলো তর্পণে
বলি দেবী মনে….
ঘূর্ণিঝড় তুলে বন্দরে,
আমি ভালো থাকবো মা,
যন্ত্রণার কক্ষপথ জুড়ে
মহা তেজ বিকিরণে !
……..রক্তকরবী ।।