রোহিঙ্গা মুসলমানদের জন্য মিছিল


বুধবার,২০/০৯/২০১৭
680

মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল,মুর্শিদাবাদ : মায়ানমারের সেনাবাহিনী লাগাতার ভাবে সেই অঞ্চলের মানুষদের উপর খুন, ধর্ষণ, লুঠ চল‌ছে। এর প্র‌তিবা‌দে বুধবার দুপু‌রে পরে শুরু হয় কাজিসাহা সাহেবের সিঁড়ি থেকে রোহিঙ্গা মুসলিম নিধনের প্রতিবাদে মিছিল  । বেগুনবাড়ির স্বরূপ পুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত  মিছিলএগিয়ে চ‌লে ।উদ্দেশ্যে রোহিঙ্গা মুসলিম দের উপর অত্যাচারের বিরুদ্বে প্রতিবাদ মিছিল । এই মিছিলটি পরিচালনা করে জাগরণ মঞ্চ । বেলডাঙ্গা বেশ কিছু গ্রামের মানুষ একত্রিত হয়ে এই মিছিলে যোগদান করে। এই মিছিলের স্লোগান ছিলো “মায়ানমারের সুকি তুমি মুসলমানদের উপর অত্যাচার বন্ধ কর”

https://youtu.be/I9HM1Qtml8U

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট