নিজস্ব সংবাদদাতা : সুদীর্ঘ কাল থেকে এই মন্দিরে দেবতা শিব এর পূজা করে আসছে ভাবতার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা অতি শ্রদ্ধা ও ভক্তির সহিত। আর এই ভাবতা গ্রামের জনগনের মধ্যে হিন্দু ও মুসলমানের এক অটুট বন্ধনে বেঁধে আছে একে অপরের সঙ্গে । নিজ ভাইয়ের মতো করে ।ভাতৃত্ব বন্ধন কি এই এলাকা বাসী ভালোমতই জানে ।তাই ঈদের সময় ডাক্তার রায় কিসর হরি ঈদের নামাজের পাশের মন্ডপে বসে থাকেন মানুষের চিকিৎসা করার কারনে ।সেই অঞ্চলে শিব মন্দিরে হিন্দু সম্প্রদায় দুর্গা পূজা শুরু করেছে বেশ কয়েক বছর ধরে ।যে পূজা যে বাঙালির পূজা বলা হয়ে থাকে ।সেই পূজার মন্ডপ তৈরিতে ব্যাস্ত ভাবতার হিন্দু ভাইয়েরা
দুর্গা পুজোর মন্ডপ তৈরিতে ব্যাস্ত ভাবতা শিব মন্দির
মঙ্গলবার,১৯/০৯/২০১৭
886