দুর্গা উৎসবের আগমন
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
নদীর কূলে কাশফুলের বনে
ফুটেছে সুন্দর অপরূপফুল
স্নিগ্ধ বাতাসের তালে তালে
ঢেউ খেলে যায় কাশফুলের বনে।
নদীর জল কলু কলু রবে
বয়ে চলেছে সাগরের দিকে।
রাখাল বালক বসেছে গরু ছেড়ে
অসত্থো গাছের ছায়াতলে।
ছোট ছোট পাখি গুলি উড়িছে বনে বনে
সঙ্গে রাখাল বালকের ভাটিয়ালী গানে
বাঁশির সুরে মুখরিত আকাশ বাতাস।
সুরের আনন্দে আনন্দিত হয়ে মাঝি
নৌকা থামিয়ে উপঢৌকন প্রদান করে হাসি মনে।
আকাশের সাদা তুলোর মত মেঘ গুলি
যেন থেমে যায় বাঁশির সুরে সুরে
এই শুভলগ্নে মনরোম পরিবেশের পূর্ন সময়ে শরতের অকালে
দুর্গা উৎসবের আগমন
বাঙালির ঘরে ঘরে।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )