মোহাঃ বেলালউদ্দিন মন্ডল ,মুর্শিদাবাদ: পুজোর মরসুম তাই কেনাকাটার জন্য ছুটতে হচ্ছে এক দোকান থেকে অন্য দোকান তার পর জিসটি লাগু প্রতিটি জিনিসের সঙ্গে। তাই দেখে শুনে কিনতে হচ্ছে জিনিস পত্র তা না হলে ফাঁকি তে না পড়তে হয় দোকান দার এর নিকটে। তবে অনেক গরমের পর বাদল যুক্ত মেঘের আভির ভাব আকাশে ।হয়ত এক ফসলা বৃষ্টি দেখা দেবে জনজীবন কে ঠান্ডা করে । বলতে বলতে বৃষ্টির দেখা তাই জনগনের মনে আনন্দের আভাস পরিলক্ষিত ।
আকাশে বাদল যুক্ত মেঘের আবির্ভাব
মঙ্গলবার,১৯/০৯/২০১৭
3875