আগমনী


বৃহস্পতিবার,১৪/০৯/২০১৭
1068

আগমনী
রক্তকরবী

তোমার দ্বারঘটে আর্তনাদ ভরে
ও’ কে দৃশ্যকাব্যের পাতা জুড়ে ?!
ক্ষতযোনি, অভুক্ত চেতনা…
খিদে মিটিয়ে শ্বাপদের,
জ্ঞানহারা নীল যন্ত্রণা ?!

তোমার দ্বারঘটে কান্না ভরে
ও’ কে পিলসুজ আঁধারে ?!
ব্যভিচার আঁকা খোলা পিঠ…
ইজ্জত লোটা রক্ত ছোপানো পথে
লিপি লেখা বেজন্মা দাস্তখত ?!

চিন্ময়ী !
এ’ অভাগী রাতে, এসো
পিশাচের দনুজদর্প নাশে !
এ’ জয়ী রাতে, এসো
নতজানু পুরুষ-কুর্ণিশে !
আলো জ্বেলে আস্তাকুঁড়ে,
এসো দশপ্রহরণ ধারণে,
পিতৃভূমির প্রতি ঘরে !
এসো মনের মৃন্ময়ী পটে
শিউলি ফোটা ভোরে !

……..রক্তকরবী ।।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট