গঙ্গা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
গ্ৰীষ্মের গরমে মনে পড়ে বারে বারে
জলের অপর নাম জীবন
অবগত পাঠ্য পুস্তক হতে।
জলের ধারা বয়ে চলে অবিরাম
উত্তরের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে
দক্ষিনে বঙ্গোপসাগরে ।
তারই জলের ধারায় পুষ্ট জনজীবন
কখনো পদ্মা ভাগীরথী রূপে
করেছে সেবা বঙ্গবাসীর ।
তারই সেবায় মুগ্ধ হয়ে
পুজো করে কত জনজাতি
তাই গড়ে উঠেছে তীরবর্তী স্থানে
বহু উপসনালয়।
কখনো জাহ্নবী রূপে স্থান পেয়েছে
বহু মূল্যবান গ্রন্থে।
তবে গঙ্গা নামে পরিচিত সকলের নিকটে।
গঙ্গা প্রিয় নদী ভারত বাংলাদেশে।
(Renewed) JBL C100SI Wired In Ear Headphone with Mic (Black)
Now retrieving the price.
(as of শনিবার,১২/০৪/২০২৫ ১৫:২৯ GMT +05:30 - More info)