শিক্ষক


রবিবার,১০/০৯/২০১৭
1167

শিক্ষক
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

সমাজ গড়ার কারিগর তুমি শিক্ষক।
তোমার কর্মের গুনে
সমাজ গড়ার পথ তৈরি হয়ে চলেছে যুগ যুগ ধরে।
তোমার কর্মের কারনে
কচি শিশু ছোট চারা হতে
মহি বৃক্ষে পরিণত ।
বট বৃক্ষের মত সেবা দান করে জন সমাজে
তোমার ঐ শিক্ষার আলোয় আলোকিত হয়ে।
তাই তোমায় আন্তরিক শ্রদ্ধা প্রনাম
অভিনন্দন জানানোর কারনে
পালিত পাঠশালা হতে
বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিতে
৫ ই সেপ্টম্বর শিক্ষক দিবস হিসেবে।
সঙ্গে শত কোটি প্রনাম শ্রদ্ধা জন্ম দিবসে
ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণানকে
তিনার কর্মের গুনে।
তুমি মহান সমাজ গড়ার কারিগর
তুমি শিক্ষক
তোমায় শতকোটি প্রনাম।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট