‘বাংলা এক্সপ্রেস’ সম্প‌র্কে “রক্তকরবী”


শনিবার,০৯/০৯/২০১৭
873

বাংলা ভাষায় বহুল প্রচারিত ‘বাংলা এক্সপ্রেস’…এ’পার বাংলা, ও’পার বাংলার এক সেতুবাঁধা প্রয়াস….শহর এবং শহরতলীর ( রাজারহাট নিউটাউন এর ) সাম্প্রতিকতম ঘটনার অন্তরঙ্গ, তথ্যনির্ভর, চট্ জলদি সংবাদ পরিবেশনের মাধ্যম । প্রকৃতির কোলে শহরতলির শ্রীবৃদ্ধির তথ্যভিত্তিক খতিয়ান সত্যজিৎ মন্ডলের নিবন্ধে…’ইকো পার্ক ( প্রকৃতি তীর্থ ), বিশ্ব দরবারে একটি জনপ্রিয় শহুরে পার্ক’…এছাড়াও রয়েছে খেলাধূলো, স্বাস্থ্য সচেতনতা, নারী নির্যাতন ও আরও নানা সামাজিক অবক্ষয়ের, অপরাধের সময়ভিত্তিক নিরপেক্ষ সংবাদ…আছে আঞ্চলিক মহাবিদ্যালয়ের ( ডিরোজিও মেমোরিয়াল কলেজ ) নানা উল্লেখযোগ্য অনুষ্ঠানের মন ছোঁয়া সংবাদ । আমি এই নিউজ পোর্টালের নতুন অতিথি, এদের সংস্কৃতি বিভাগে আমার কবিতার ডালি নিয়ে এ’পার বাংলা, বিশেষতঃ ও’পার বাংলার মানুষের সঙ্গে ভাব বিনিময়ের আশায় !…

প্রযুক্তিকে ছুঁয়ে, শহরতলির কোনো বিশেষ অঞ্চলের দৈনন্দিন জীবনযাত্রা, ঘটনার সৎ মুখপাত্র ‘বাংলা এক্সপ্রেস’ এর সততঃ শ্রীবৃদ্ধি কামনা করি ।

……রক্তকরবী ।।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট