বিবৃতি


শনিবার,০২/০৯/২০১৭
801

বিবৃতি !…

রক্তকরবী

ডেসিবেল এর কূল ছাপিয়ে
সে আছড়ে পড়ে ইথারে !
হায়, এ কী নগর-যাতনা !
কখনও সে কোলাহল, বিষন্ন পীড়ন,
কখনও সে তার-সপ্তকের বিনোদন !
থিমপার্ক, ইকোস্পেস, শপিংমল
চেতনার সুরাপাত্রে হলাহল !

চল্ পালাই সে বসতে…
যেখানে ডিজেল গন্ধে
নীরবতা গড়ায় হাইওয়েতে !
সারারাত বোবা পর্যটনে
লিপি আঁকি চুপকথায়
তোর ঠোঁটের ছোঁয়ায় !

চল্ পালাই সে নগরে,
যেখানে নিয়ম গড়ার টানে
সন্ত্রাসের আকাশ চিরে,
চাঁদ ভাসে তোর নয়নে
যুদ্ধশেষের নীরব গানে !
ডেসিবেলকে বন্দী করে
মন দরিয়ার নোঙরে,
চল্ পালাই সে বন্দরে !

…….রক্তকরবী ।।

[ বিশ্ব পরিবেশ দিনে, শব্দ দূষণের
প্রেক্ষিতে আমার ভাবনা !…]

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট