স্যোসাল মি‌ডিয়া ভাইরাল –বিশেষ সতর্কবার্তা, Blue Whale গেমের লিঙ্ক


শুক্রবার,০১/০৯/২০১৭
1827

বিশেষ সতর্কবার্তা

“Popcorn Carnival” নামের কোনো লিঙ্ক তোমার মোবাইলে এলে, কখনোই লিঙ্কটি ওপেন করবে না। এটা আসলে Blue Whale গেমের লিঙ্ক। লিঙ্কটি ওপেন করা মাত্রই হ্যাকাররা তোমার মোবাইল হ্যাক করে ফেলবে এবং তোমার ব্যাপারে সব তথ্য তাদের হাতে চলে আসবে এবং হ্যাকারেরা তোমাকে হুমকি দিয়ে অথবা ব্ল্যাকমেল করে Blue Whale গেম খেলাতে বাধ্য করাবে। আর গেমটি একবার খেলতে শুরু করলে সেখান থেকে বের হয়ে আসা অসম্ভব, এমনকি মৃত্যু পর্যন্ত নিশ্চিত।

তাই সকলকে বলছি- এখনো সময় আছে, যত তাড়াতাড়ি সম্ভব এই ম্যাসেজটি শেয়ার করো। দেরি করো না। আর তোমার বন্ধুবান্ধব এবং তোমার পরিবারের সকলকে এই বিষয়ে আরও সতর্ক করে দাও‌।

( স্যোসাল মি‌ডিয়া ভাইরাল , পোষ্ট‌টির সত্যতা বাংলা এক্স‌প্রেস যাচাই ক‌রে নি , স্যোসাল মি‌ডিয়ার বি‌ভিন্ন ভাইরাল পোষ্ট কে জনসাধারন‌কে জানা‌নোই মূল উদ্দেশ্য )

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট