কল্লোলিনী তোমাকে !


বুধবার,৩০/০৮/২০১৭
908

কল্লোলিনী তোমাকে !

রক্তকরবী

তিন শতাব্দী গঙ্গা দূরে,
সাহেবজাদা ফেরে সুতানুটি পাড়ে,
তুমি ইতিহাস নতুন করে !…
পথবাস ঢেকে ফ্লাইওভারে,
কান্না মুছে শপিং মলে,
তুমি তিলোত্তমা !…
সবুজহরা ইমারতী ইজাজতে,
আমার একা-হওয়া নিয়ন আলোতে !
বিনাশী হাওয়ায় বুক ভরে পথে,
তুমি সুন্দরী, কনে দেখা গোধূলিতে,
যন্ত্রণা সুরে আনন্দ বাজে তন্ত্রীতে !
তোমার উৎসব রাত,’নন্দন’, বিনোদন,
ফল্গুধারায়, আমার নাড়ীর টান,
তোমার কৃষ্টি আমার শরণ !
কালতোয়া কল্লোলিনী !…
তুমি চুয়া,আমি চন্দন,
তুমি সুখ, আমি স্পন্দন,
তোমাকে আজন্ম অভিবাদন !

…….রক্তকরবী ।।

[ ‘কল্লোলিনী’ র জন্মদিনে
আমার ভাবনা !….]

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট