রাজারহাট আড়বেলিয়া হসপিটাল মাঠ এবছর গণেশ পূজা করলো মহা সমারোহপূর্ণ ভাবে


বুধবার,৩০/০৮/২০১৭
1107

সত্য‌জিৎ মন্ডল, রাজারহাট, উত্তর ২৪ পরগনা: রাজারহাট আড়বেলিয়া হসপিটাল মাঠ এবছর গণেশ পূজা করলো মহা সমারোহপূর্ণ ভাবে।এটি তাদের তৃতীয় বর্ষ। চন্দননগর এর আলোক সজ্জা পূজা মণ্ডপ কে আলাদা মাত্রা দান করেছে। নামকরা কোন পূজা কমিটি না হয়েও কজন মিলে যেভাবে পূজার সার্বিক রুপ দান করেছে তাতে যেকোন কমিটি কে হার মানিয়ে দেবে। প্রথম দিন বাড়ি বাড়ি লাড্ডু বিলে করা, দ্বিতীয় দিন পোলাও আলুরদোম, পূজা দর্শনার্থী দের মুগ্ধ করেছে। আমরা কজনের সম্পাদক বিপ্লব মজুমদার বলেন আমরা কাউকেই চাদার কথা বলেনি।যার যেমন মনে হয়েছে সেই ভাবে সাহায্য করেছে।

মূলত ব্যবসায়ী রা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া রাজারহাট থানার পুলিশ প্রশাসন ও সাহায্য করেছে।আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সভাপতি বিকাশ মণ্ডল বলেন আমরা এদিন তিনশো বাড়িতে প্রসাদ স্বরুপ পোলাও পাঠিয়েছি। এবং পূজা মণ্ডপে আগত প্রায় আড়াই হাজার মানুষ কে বসিয়ে প্রসাদ দিয়েছে। আমাদের পাশে থাকার জন্য সবাই কে ধন্যবাদ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট