আযকরের কবলে ভোডাফোন


বুধবার,৩০/০৮/২০১৭
919

নিজস্ব সংবাদদাতা: হাচ থেকে ভোডাফোন হিসাবে হাত বদলের সময় চুক্তি হয় ১১০০ কোটি ডলার। তাই আযকর ফাঁকি দেওয়া শুরু হয় ২০০৭ সাল থেকে যখন হংকংযের সংস্থা হাচের হাত থেকে ভারতের মোবাইল ব্যবসাটি পুরোপুরি কিনে নেয় ব্রিটেনের ভোডাফোন গ্রুপ। এই হাত বদলের ফলে কর, সুদ, জরিমানা বাবদ হংকংযের সংস্থা হাচের কাছ থেকে প্রাপ্য হয় ৩২ হাজার ৩২০ কোটি টাকা। অন্যদিকে ভোডাফোন টানা ১০ বছর ধরে কর ফাঁকি দেওয়ার জন্য আযকর দপ্তরের নোটিশ পেয়েছে ২০ হাজার কোটি টাকার ও বেশি। তার মধ্যে কর বাবদ আয় কর দপ্তরের প্রাপ্য ৮ হাজার ৮০০ কোটি টাকা এবং সুদ ও জরিমানা যোগ হয়ে আযকর দফতরের কাছে জমা দিতে হবে ২০ হাজার কোটি টাকা জমা দিতে হবে ভোডাফোন কর্তৃপক্ষকে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট