জীবন চিরো বসন্ত
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
সুন্দর ভূবনে সুন্দর সময়
যদি নাহি করি উপভোগ
একটু দুঃখ একটু বেদনার কারনে।
পৃথিবী হয়ে উঠবে কঠিন থেকে কঠিনতর তারি নিকটে।
মুখের মুসকান যাবে চলে সুপ্ত অবস্থাতে
কখন জেগে উঠবে আবার কেউ জানে কোন কালে।
মনে কাল বৈশাখীর মেঘ বাধিবে দানা
তর্জন গর্জন করে বাধিয়ে দিবে ঝামেলা
আবার ভুগিবে মনের জ্বালায়।
তাই গাছের নষ্ট পাতা ঝরানোর মত করে
ঝরিয়ে দাও জীবনের গ্লানি মন হতে
উপভোগ করো যেটুকু পাবে সময় আনন্দের কারনে
দেখিবে জীবনে রয়েছে চিরো বসন্ত।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )