জ্ঞানের আলো
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
অন্ধকারে ডুবন্ত মানব,
দেখি দূর প্রান্তে প্রজ্বলিত প্রদীপ
যদি দুরভূত হয় -অন্ধকার।
আগিয়ে দেখি -মহাসঙ্কট
আলোর ভেদাভেদ -বিদ্যুতের ,সূর্যের আলো,
মহান ব্যাক্তির বাণী -জ্ঞানের আলো ,
দূরভূত অন্ধকার বিদ্যুতের আলো,
ঘুম থেকে জাগ্ৰতো সূর্যের আলো।
তবুও মানব মনে অন্ধকার বিরাজমান
—জ্ঞান শূন্য মানব।
মহান ব্যাক্তির বাণী -প্রত্যেক নর -নারীর
ইলম শিক্ষা ফরজ ।
অর্জিত জ্ঞান সর্বত্র বিরাজ মান
দূরভূত করে অন্ধকার সারাক্ষন
জ্ঞান ই জ্যোতি
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )