নিজস্ব সংবাদদাতা: কৃতজ্ঞতা জানাল ইন্জিনিয়ার ছাত্র। ব্লু হোযেলের নেশা থেকে ফিরে আসতে পারায় কৃতজ্ঞতা জানাল কলেজ ও সিআইডিকে। কলেজের রেজিস্টার মাধ্যমে খবর পায় সিআইডি। আর তার পর থেকে বারবার যোগাযোগ করতে থাকে সিআইডি আধিকারিকরা।
রাজ্যের নামী প্রতিষ্ঠানের ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র নীল তিমির কবলে। ছাত্রের চলাফেরায় কিছু অসংযত ভাব দেখে কলেজের রেজিস্টার সিআইডি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন।
এর পরই সাইবার বন্ধু সেজে ওই ছাত্রের সাথে কথা বলে সিআইডি এডিজি। ছাত্রটি জানিয়েছে এইটথ লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছিল ছাত্রটি। একবার হাত কাটার পর পরের ধাপে আবার হাত কাটার চিন্তা করছিল ছাত্রটি। সব কিছু ছেড়ে নীল তিমি নিয়ে মেতে থাকত ছাত্র। আর এভাবেই গল্পের ছলে সব তথ্য সংগ্রহ করে সিআইডি আধিকারিক। একাধিক বার ভিডিও কনফারেন্স ও কথা বলেন সিআইডি এডিজি। আর এর পরেই ছাত্রটির সুমিতি আসে বলে অনুমান করেন এডিজি। আর সব কিছুর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছে ওই ছাত্র।। এই ব্লু হোযেলের ফাঁদে পড়েই বেশ কিছু দিন আগে মুম্বইয়ের এক ১৪ বছরের কিশোর ছাদ থেকে লাফিয়ে মৃত্যু বারন করেন।