নিজস্ব সংবাদদাতা: বহু বিতর্কিত ধর্ম গুরু গুরমিত সিং রাম রহিমকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার করা হয় এবং আদালতে তোলা হয়। নির্ধারিত দিন অনুযায়ী আজ সাজা ঘোষণার দিন ছিল। সেই রায দিল আদালত।
দুজন নারী শিষ্যাকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার করা হয় রাম রহিমকে। যার কারণে পাঞ্জাব, হরিয়ানা, ও দিল্লি জুড়ে বাবার অসংখ্য ভক্ত বাবার গ্রেফতার নিয়ে প্রচুর বিক্ষোভ ও ভাঙচুর করে। যার কারণে স্বাভাবিক জীবন যাপন ব্যহত হয়। সোমবার বাবার সাজা ঘোষণার জন্য জেলের মধ্যেই আদালত বসে। পূর্বের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রচুর সতর্কতা জারি করা হয়।
৫০ বছরের বাবা রাম রহিমকে এখন বন্দি রাখা হয়েছে রোহটাকের সানোরিযা জেলে। জেল চত্বর ও তার আশপাশের এলাকায় রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও হরিয়ানা পুলিশের সদস্য।