সুপ্ত যন্ত্রণা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
অত্যাচারী করে অত্যাচার দরিদ্রের প্রতি
অসহয়াতার সুযোগে চালিয়ে
চলেছে নির্যাতন।
অশ্রু বিগলিত মনে দরিদ্র
সহে চলেছে ক্ষনে ক্ষনে ।
বিদ্রোহের আগুন আজি সুপ্ত জ্বলন্ত।
আগ্নেয় গিরি রূপে চাপা আছে ঐ দরিদ্রের মনে।
কখন কে জানে জ্বলে উঠবে
বিকট আওয়াজে।
ধ্বংস লীলায় মত্ত হবে
জ্বালিয়ে লেলিহান শিখা।
ত্রাহি ত্রাহি রবে ছুটিবে
ভন্ড গুন্ডা বদমাইশের দল
বাঁচার তাগিদে।
স্মরণে আসিবে নিউটনের সূত্রের কথা
প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত
প্রতিক্রিয়া আছে।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )