জ্বালানীর লাগাম ছাড়া দাম বাড়ল বিগত ২ মাসে


সোমবার,২৮/০৮/২০১৭
829

নিজস্ব সংবাদদাতা: হীরক রাজার দেশ। এ কোন স্বপ্ন সুখের দেশ তা এখন আর হিসাবের মধ্যে আনতে পারছে ভারতবাসী। বিগত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে গত দু মাসে। জুলাইয়ের শুরু থেকে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৬ টাকা। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩টাকা ৬৭ পয়সা। এ বছরের জুন থেকে প্রতিদিন ই তেলের দাম নির্ধারণ করে তেল সংস্থা। এর আগে মাসের পযলা ও ষোলো তারিখে তেলের দাম পরিবর্তন করা হত। কিন্তু পুরানো এই প্রথা থেকে সরে এসে ১৬ জুন থেকে প্রতিদিন তেলের দাম নির্ধারণ করে তেল সংস্থা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট